রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ” নাটোর বড়াইগ্রামে ভুয়া এএসআই আটক ঢাকার এক বাড়িওয়ালা অনন্য নজির স্থাপন করলেন

৫৮ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল , ভারতীয় সংখ্যা তাত্ত্বিক প্রতিষ্ঠানে

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা

আজ ১৯শে ডিসেম্বর মঙ্গলবার, ঠিক সকাল এগারোটায়, স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট এর কনফারেন্স রুমে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ,ডিগ্ৰী ও ডিপ্লোমা কোর্সে পাস করা ছাত্র ও ছাত্রীদের সম্বর্ধনা দিলেন এবং পুরস্কার তুলে দিলেন, সমস্ত বিভাগের ৪১৩ জন ছাত্রছাত্রীদের হাতেই এই পুরস্কার তুলে দেন, এই সম্মান পেয়ে ছাত্রছাত্রীরা অভিভূত এবং কৃতজ্ঞ ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর ট্রেভর জন হ্যাস্টি, ডেটা সায়েন্স স্টান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র…., পরিচালক ও অধ্যাপক ডঃ সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর আইএসআই.., ইনস্টিটিউট এর সভাপতি ডঃ শঙ্কর কুমার পান, উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রণব সেন, গোপাল কৃষ্ণ বসাক ডিন অফ স্টাডিজ , ছিলেন অধ্যাপক ড: প্রদীপ্ত মাঝি সহ অন্যান্য প্রফেসর ও অতিথিবৃন্দরা ,

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে, তার সাথে সাথে বৈদিক স্তোত্র ,স্বাগত ভাষণ এবং বার্ষিকী পর্যালোচনা ছাড়াও, অন্যান্য বিষয় নিয়েই আজকের সমস্ত অনুষ্ঠান এবং তার সাথে সাথে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান,

ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে সম্মান তুলে দিলেন , সেই সকল কোর্সের পাশের মোট সংখ্যা হল.৪১৩ জন। তাহার মধ্যে।

১, গণিতের স্নাতক সম্মান বি-ম্যাথ অনার্সে ২১ জন ।

২, কম্পিউটার সায়েন্সে মাস্টার অফ টেকনোলজি, এম টেক ৩৩ জন।

৩, ম্যানেজম্যান্ট সায়েন্স মাস্টার অফ সায়েন্স, এম এস ১৩ জন।

৪, ১০পরিসংখ্যানে স্নাতক সম্মান B.Stat সন্মান ৩৬ জন।

৫, পরিসংখ্যান এবং বিশ্লেষণ সহ কৃষি ও গ্রামীণ ব্যবস্থাপনায়, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ৬ জন।

৬, পরিসংখ্যান গত পদ্ধতি এবং বিশ্লেষণের স্নাতকোওর ডিপ্লোমা ৩৮ জন।

৭, ৪লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানের মাস্টার অফ সায়েন্স ,এম এস ১৩ জন।

৮,পরিমানগত অর্থ নীতিতে মাস্টার অফ সায়েন্স,এম এস ৪০জন।

৯, দর্শনে পিএইচ ডি তে ৩৪ জন।

১০, পরিসংখ্যানের মাস্টার এম স্টাট ৬০‌জন।

সকল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানিয়ে তাদেরকে পুরস্কৃত করলেন, অফিসাররা বললেন আমরা অভিভূত আমাদের এই ইনস্টিউট থেকে এত ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং তারা আজ অন্য জায়গায় গিয়ে চাকরিতে উপনিত হবেন, এবং প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন ভালো কাটুক এটাই আমাদের কামনা,

সকল ছাত্র-ছাত্রীরা সম্বর্ধনা পেয়ে তাহারা জানালেন , আমরা গর্বিত এরকম একটি ইনস্টিটিউটে পড়ার সুযোগ পাওয়ায় এবং সেখান থেকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হওয়ায় এবং আমাদেরকে যেভাবে সম্বর্ধনা দিলেন আমরা চিরদিন কৃতজ্ঞ।, আই এস আই এর মত একটি দুর্দান্ত প্রতিষ্ঠান, যেখানে সবাই আমাদেরকে আপন করে ফেলে বন্ধুত্বের পরিণত করে, ইনস্টিউট ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে দেয়, শুধু তাই নয় শিক্ষক শিক্ষিকারা ভাবে আমাদের সাথে বন্ধুত্বের মতো সব সময় কাছে রাখার চেষ্টা করেছেন আমরা সত্যিই কৃতজ্ঞ।, আমাদের তো চলে যেতেই হবে, থাকার ইচ্ছা থাকলেও, থাকা যাবে না ,কারণ আবার নতুন নতুন ভাইয়েরা বোনেরা আসবেন ,আবার তাদের কেউ একইভাবে শিক্ষক মহাশয়রা হাতে করে গড়ে তুলবেন।।

আই যাবার আগে সকল শিক্ষক মহাশয়দেরকে তাই আমাদের তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা।

 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com