শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কর্মপরিবেশ তৈরীতে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে যুবসমাজ : রাষ্ট্রপতি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের শুরুর দিকে রিপোর্ট চূড়ান্ত করবেন : ফলকার টুর্ক সংস্কার অবশ্যই টেকসই হতে হবে, নিবর্তনের পুনরাবৃত্তি নয় : ফলকার তুর্ক ঢা’বি হল ছাত্রলীগের খাদিজা আক্তার ঊর্মি ও রাকিব সরকার গ্রেফতার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবারও দরপত্র বাগিয়ে নিতে চান নিম্নমানের খাদ্য সরবারাহকারী আব্দুল কুদ্দুস  ইপিজেডে সন্ত্রাসী কর্মকাণ্ড,দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

চট্রগ্রাম নগরীর বন্দর,ইপিজেড আলাদা আলাদা অভিযানে চোরাই মোবাইল–ইয়াবা সহ ৪জন আটক 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ শহিদুল ইসলাম: বিশেষ প্রতিনিধিঃ 

 

চট্টগ্রাম নগরীর সিএমপি পুলিশের পৃথক অভিযানে নগরীর বন্দর ও ইপিজেড থানা এলাকা থেকে মোট ৪ জন কে আটক করেছে পুলিশ টিম।

সিএমপি চট্রগ্রাম দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ১৭ জুলাই মোঃ রায়হান নামে যুবক সল্টগোলা ক্রসিং মোড়ে পৌঁছালে সেখানে মোবাইলে কথা বলা অবস্থায় ১ জন ছিনতাইকারী বাসের জানালা দিয়ে বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল (মূল্য অনুমান ৫৫,০০০/- টাকা) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

 

সে দ্রুত সল্টগোলা পুলিশ বক্সে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ বন্দর থানার অফিসার ইনচার্জের নির্দেশনা মোতাবেক এসআই-আব্দুল্লাহ আল নোমানসহ পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে বাদির শনাক্ত মতে ঘটনার মূল হোতা অভিযুক্ত মোঃ জুয়েলকে বন্দর থানাধীন দঃ মধ্যম হালিশহর লোহারপুল, ফজল আমিন কোম্পাঞ্জর বিল্ডিংয়ের নিচতলা থেকে আটক।

বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল সেট উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে আটককৃতর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের আছে বলে জানান।

……….

ইপিজেড থানার ইয়াবা মামলা:

এদিকে সিএমপি পুলিশের সূত্রে জানায় ইপিজেডের খেজুরতলা বেড়ীবাধ (গোল-চত্তর)মোড়স্থ সালাউদ্দিনের দোকানের সামনে পুলিশের অভিযানে

২০,০০০(বিশ হাজার)ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন কে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ আলমগীর, মোঃ ইরফান, মোঃ আলী(মাহমুদুল হক)।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানায় একটি নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কতর্ব্যরত ডিউটি অফিসার।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com