শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযানর‌্যালী কর্মচারী শ্রমিক ইউনিয়নের আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ” নাটোর বড়াইগ্রামে ভুয়া এএসআই আটক

এই বছরে সূর্য মুখি চাষে কৃষকের মুখে নতুন হাসি। 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃনাজমুল হোসেন বিজয়।ষ, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনা জেলার তালতলী উপজেলার সকল ইউনিয়নয়ে প্রতি বছরের মতো এ বছর ও সূর্য মুখি চাষ করছেন কৃষকরা কিন্তু প্রতি বছরের চেয়ে এ বছর তাদের সূর্য মুখি চাষ করতে কম কষ্টো হইছে বলে জানিয়েছেন তারা।

তারা আরো জানান যে কৃষি কাজের মূল হলো পানি আর আমরা এতো বছর যাবত এই পর্যাপ্ত মিষ্টি পানি পেতাম না কিন্তু এ বছর তালতলী উপজেলার নির্বাহী অফিসার তালতলী উপজেলার দুইটি লবন পানি প্রবাহিত সুইচ গেট বন্ধো করে দিয়েছে যার কারনে আমরা নিয়মিত সময় মিষ্টি পানি পেয়েছি আর এই এই মিষ্টি পানির জন্য এ বছর আমাদের ফলন আগের বছেরর তুলনায় অনেক টা ভালো হয়েছে বলে জানিয়েছেন তালতলী উপজেলার কৃষকেরা।

তারা আরো জানান যে এই রকম জদি আমাদের দিকে নজর রাখে তালতলী উপজেলা পরিষদ তাহলে আমরা আরো ভালো ফলন পেতে পারি ও তালতলী উপজেলা কে দরিদ্র মুক্ত করতে সক্ষম হবো

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com