সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
লালমনিরহাটে বিশেষ অভিযানে গাঁজা সহ মাদক কারবারি আটক সকালের সূর্যের আলো ছড়িয়ে দেয় এক ধরনের মুগ্ধতা গাজীপুরে ফ্ল্যাট ব্যবসার নামে প্রতারণার ফাঁদ পেতেছে সেবা কনসট্রাকশন লিমিটেড এন্ড প্রপার্টিজ রাজধানীর উত্তরা খুনসহ ছিনতাই এর রহস্য ২৪ ঘন্টার কম সময়ে উন্মোচনঃ গ্রেফতার ২ উত্তরা কামারপাড়া মামস্ স্কুল প্রাঙ্গণে আলোচনা ও এস এসসি/ সমমান-উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩  বৈরী পরিবেশ উপেক্ষা করে এমপি নাবিলের উন্নয়ন ও শান্তি সমাবেশে জনতার ঢল কলাপাড়া উপজেলা যুবলীগের সম্মেলন তৃণমূলের ভরসা কবির বটিয়াঘাটায় তিন বিঘা আমন ধানের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে  ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর আহবানে,, রানী রাসমণি রোডে, ধিক্কার মিছিল ,,,বিক্ষোভ ও সমাবেশ  উত্তরা ১০ আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্ট -২০২৩ ডিয়াবাড়ি মডেল হাই স্কুল- ৯ম শ্রেনিকে ৩-১ গোলে হারিয়ে ১০ম শ্রেনি চ্যাম্পিয়ন 

হবিগঞ্জের আদালত থেকে হ্যান্ডকাপসহ পলায়কৃত আসামী সিলেটের ভারত সীমান্ত থেকে গ্রেফতার

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক সদর কোর্ট, হবিগঞ্জ হইতে হ্যান্ডকাপসহ পলায়কৃত আসামী সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভারত সীমান্ত এলাকার বাহাদুরপুর হইতে গ্রেফতার করেছে হবিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেন।
হবিগঞ্জ জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, জনাব এস এম মুরাদ আলি’র নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব খলিলুর রহমানের তদারকি, সহকারী পুলিশ সুপার নিমেলেন্দু চক্রবর্তীর (মাধবপুর সার্কেল)  তত্ত্বাধানে, পুলিশ পরির্দশ (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান ও পুলিশ পরির্দশ রফিকুল ইসলামের সহযোগিতায় এস আই মোঃ মমিনুল ইসলাম পিপিএম সঙ্গীয় এস আই সনক কান্তি দাশ ও কাশিমনগর পুলিশ ফাঁড়ীর এস আই আব্দুল কাদির সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১০ই সেপ্টেম্বর রাত অনুমান ০৩.০০ ঘটিকা তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভারত সীমান্ত এলাকার বাহাদুরপুর হইতে সদর কোর্ট, হবিগঞ্জ এর হ্যান্ডকাপসহ পলায়নকৃত আসামী মোঃ রাজু মিয়া(২৭), পিতা-মোঃ চান বাদশা মিয়া, সাং-শিবরামপুর পশ্চিমপাড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার পূর্বক তাহার পিতা মোঃ চান বাদশা ও তার ভাই সজীব মিয়ার হেফাজত হইতে সরকারী হ্যান্ডকাপ উদ্ধার করেন ।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। আসামী মোঃ রাজু মিয়া ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব জাকির হোসেনের  আদালতে প্রদান করে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com