শনিবার, ০৪ মে ২০২৪, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযানর‌্যালী কর্মচারী শ্রমিক ইউনিয়নের আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ”

কলকাতার নিউমার্কেট এলাকায়, হকার উচ্ছেদ কর্মসূচী 

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা

আজ ১৪ ই ডিসেম্বর বৃহস্পতিবার, দুপুর ১২ টা থেকে, কলকাতার নিউ মার্কেট এলাকায় শুরু হয়েছে ,হকার উচ্ছেদ কর্মসূচী, হাইকোর্টের নির্দেশে নিউমার্কেট থানার অফিসার ও পুলিশ বাহিনীর উপস্থিতিতে এবং হকার সংগ্রাম কমিটির সহযোগিতায় এই অভিযান চলে, নিউ মার্কেট এলাকায় যে সকল হকারেরা নিজেদের ইচ্ছামত জায়গা ঘিরে ব্যবসা করতেন , মানুষেরা চলাফেরা করতে পারতেন না, তাদের আজকে নির্দিষ্ট জায়গা মাফ করে দেন এবং ৪৮ ঘন্টা সময় দেন ,তার মধ্যে যেন ওই মাপের মধ্যে বসে, যদি না শোনে তাহলে বাধ্য হবেন আইনত কাজ করতে।

বলেন কোন মতে দুই দিকে বসা যাবে না, যাদের নাম লিস্টে আছে, তারাই একমাত্র এক লাইনের মধ্যে বসতে পারবে এবং সেটি নির্দিষ্ট মাপের মধ্যে। আজ বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে অফিসারদের বুঝিয়ে কিছুটা কাজ ব্যাহত রাখেন, তারা বলেন আলোচনা করে এদের আমরা বোঝাবো, কারণ প্রত্যেকের বাড়িতেই ফ্যামিলি আছে, ব্যবসা বন্ধ হয়ে গেলে ,সংসার চলবে কি করে ,তাই এদের একটা সময় দিয়েছি। নিউমার্কেট এলাকা গ্র্যান্ড হোটেলের সামনে এই প্রকার উচ্ছেদের ফলে,পথ চলতি লোকের ভীর জমতে থাকে, এর সাথে সাথে কিছুটা উত্তেজনও দেখা যায় , কারণ অনেকেই বলাবলি করেন, আমরা কি এমনি জায়গা নিয়ে বসে আছি ,মাস গেলেই তিন হাজার টাকা করে আমাদের দিতে হয় আলাদা ,বেশি জায়গা নেওয়ার জন্য, এরফলে উভয় সংগঠনের মধ্যে একটা উত্তেজনা দেখতে পাওয়া যায়, সংগঠনের লোকেরা শুধু একটি কথাই বলেন কাউকেই উঠতে হবে না,

আমরা থেকে তার ব্যবস্থা করে দেব ,কিন্তু সরকারের নিয়ম মেনে তাদের কাজ করতে হবে, নচেৎ আমরা তাদের লাইসেন্স ও রিনিউয়াল বাতিল করতে বাধ্য হব। এরপর অফিসারদের মধ্যে আলোচনার পর ,অফিসারেরা ওখান থেকে চলে যান এবং হকারেরা আপাতত অফিসারদের নির্দেশ মেনে ব্যবসা করতে শুরু করেন।

উপস্থিত ছিলেন সংগঠনের শক্তিমান ঘোষ ,অশোক চক্রবর্তী, ও দেবাশীষ দাস ছাড়াও অন্যান্যরা,

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com