শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
উত্তরায় ‘৩২‘রত্মগর্ভা মা’কে বিশেষ সম্মাননা প্রদান প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন শুক্রবার ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি. আর আম্বেদকরের ১৩৩ তম জন্ম দিবস পালিত হলো আজ হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে গ্রেপ্তার, ২ দিনের রিমান্ডে কাচ্চি ভাইয়ের মালিক কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (মেয়র) নিট পরীক্ষা দিতে এসে, স্কুলে সাপের ছোবল পরীক্ষার্থীকে, জেলা জুড়ে চাঞ্চল্য তমলুকে শিক্ষকদের অনশন মঞ্চে , হামলার অভিযোগে ধিক্কার মিছিল ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম ‘হেনরী ভুবন’ উদ্বোধন হলো

বিশ্ব ইজতেমায় সুদৃষ্টি কামনা কামারপাড়া স্কুল এন্ড কলেজে

 বিশ্ব ইজতেমায় সুদৃষ্টি কামনা কামারপাড়া স্কুল এন্ড কলেজে

ঢাকা রাজধানী , ১২/০১/২০২৩ ইংরেজি তুরাগের তীরে আসন্ন ঐতিহ্যবাহী পবিত্র বিশ্ব ইজতেমায় দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের আগমন প্রাণবন্ত হয়ে উঠেছে। দেশে বিদেশ থেকে আগত মুসল্লিগণ  এলাকা ভেদে বিভিন্ন স্থানে নিজ নিজ অবস্থান বিভাজন করে নিয়েছে বলে দেখা গেছে।

সেই মোতাবেক তুরাগ এলাকার কামারপাড়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির যথাসাধ্য সহযোগিতায় নিজস্ব মাঠ প্রাঙ্গনে অবস্থান করছে দেশের সুদূর পঞ্চগড় জেলা থেকে আগত মুসল্লিগণ।

এই শিক্ষা প্রতিষ্ঠানে এবারই প্রথমবারের মতো  যথাসাধ্য সার্বিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। সবাই প্রত্যাশা করছেন আগত মুসল্লীগণ উপযুক্ত নিয়ম-শৃঙ্খলা নিরাপত্তা পাক পবিত্র ও সার্বিক পরিচ্ছন্নতা বজিয়ে রেখে নিয়মমাফিক শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাত শেষে স্বস্তির সাথে সুনাম ও সম্মানজনক ভাবেই বিদায় নেবেন।

অথচ অতি পরিতাপের বিষয়,বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গোপনে অনুসন্ধানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সদস্য গণ প্রবেশ করলে দেখা গেছে ইতিমধ্যেই সেখানে নানান অপব্যবস্থাপনা, বাথরুমসহ বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতি ,টয়লেটের অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর  পরিবেশ বিরাজ করছে। সঠিক তদারকির অভাবে মানসিক দ্বন্দ্ব ও হুমকিমুলক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় বলেই ধারণা করা যায়।

কাজেই সঠিক ব্যবস্থাপনায় সক  দ্বন্দ্ব দূরীকরণ ,উপযুক্ত  নিরাপত্তা ও পরিচ্ছন্নতা প্রদান  সহ  সকল ক্ষয়ক্ষতি দ্রুত পূরণে যথাসাধ্য ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিদ্যালয় কমিটি সহ সংশ্লিষ্ট প্রতিটি মহলের সুদৃষ্টি কামনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com