শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
উত্তরায় ‘৩২‘রত্মগর্ভা মা’কে বিশেষ সম্মাননা প্রদান প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন শুক্রবার ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি. আর আম্বেদকরের ১৩৩ তম জন্ম দিবস পালিত হলো আজ হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে গ্রেপ্তার, ২ দিনের রিমান্ডে কাচ্চি ভাইয়ের মালিক কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (মেয়র) নিট পরীক্ষা দিতে এসে, স্কুলে সাপের ছোবল পরীক্ষার্থীকে, জেলা জুড়ে চাঞ্চল্য তমলুকে শিক্ষকদের অনশন মঞ্চে , হামলার অভিযোগে ধিক্কার মিছিল ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম ‘হেনরী ভুবন’ উদ্বোধন হলো

টুঙ্গী ৬(ছয়) টি চাকু সহ ০৬ জন আসামী গ্রেফতার।

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর মহাসড়কের উপর ইং ২৪/০৩/২০২৩ তারিখ ০০.৩৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ০৬(ছয়) জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ 

১। মোঃ তারাজুল ইসলাম (২০) পিতা- আব্দুর রহিম, মাতা- রোকসানা, সাং-মরকুন, রেল স্টেশন (ভাসমান) থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।

২। মোঃ আব্দুল কাদির(২০), পিতা- খলিল মাতা- নাজমা, সাং-ব্যাংকের মাঠ রানার বাসা(ভাসমান), থানা টঙ্গী পূর্ব গাজীপুর ।

আইনের সংঘাতে জড়িত ৩। নূর মোহাম্মদ @ রানা(১৬), পিতা ইদ্রিস আলী, মাতা- বিলকিস সাং-গফরগাঁও রেল স্টেশন, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ এ/পি-ব্যাংকের মাঠ বস্তি (ভাসমান), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।

৪। মোঃ শামীম (২০) পিতা- ফজলু মাতা- সাহানাজ বেগম, কাওরাইদ জামতলা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর এ/পি-ব্যাংকের মাঠ বস্তি(ভাসমান), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।

৫। মোঃ শাকিল(২৫) পিতা আবুল হোসেন, মাতা- জমেলা বেগম, সাং ব্যাংকের মাঠ বস্তি (ভাসমান), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।

৬। মোঃ সাগর হোসেন (২২) পিতা জাহাঙ্গীর, মাতা- ছালমা বেগম, সাং-হাজী মাজার বস্তি (ভাসমান), থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর।

তাদের কাছ থেকে ০৬(ছয়) টি চাকু উদ্ধার করা হয়।

উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ স্টেশন রোড হইতে নতুন বাজার সহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনাইয়া নিয়ে যায়। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com