রাশেদুল হক
বিশিষ্ট গীতিকার ও সুরকার রহিম খান এর লেখা ও সুরে “শান্তশিষ্ট ভদ্রলোক” শিরোনামে গানটিতে সঙ্গীত পরিচালনা করছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক রুমি সেন। অসাধারণ এই আইটেম গানে কন্ঠ দিয়েছেন উদীয়মান কন্ঠশিল্পী কানিজ ফাতেমা সূচী। রাজধানী শনিবার তারিখ ১০ অক্টোবর ২০২৫ ইং
রহিম খান এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় অদ্ভুত রহস্যময় প্রেমের গল্প “চল পাগলী পালিয়ে যাই” মুভির শুটিং খুব শীঘ্রই শুরু হচ্ছে বলে পরিচালক রহিম খান জানান।গতকাল রাজধানী পল্টনের জামান টাওয়ারে অবস্থিত রুমি সেন স্টুডিওতে গান রেকর্ডিং মুহূর্তে তিনি জানান, আরোও তিনটি গান খুব শীঘ্রই সম্পন্ন হলে “চল পাগলী পালিয়ে যাই” মুভির প্রথম লটের শুটিং শুরু হবে। শ্রোতা ও দর্শকদের ভিন্ন ধাঁচের আনন্দ উপহার দিতে পরিচালক রহিম খান গল্প, গান চিত্রনাট্য ও শিল্পী নির্বাচনে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন বলেও জানান।উল্লেখ্য, রহিম খান প্রবীণ চলচ্চিত্র পরিচালক হাফিজ উদ্দিন ও শওকত জামিলের সাথে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
তিনি খ্যাতিমান অভিনেতা মাহমুদ কলির সহকারী পরিচালক হিসেবে বিশটিরও বেশি ডকুমেন্টারি ফিল্ম টিভিসি নির্মাণ সহকারী পরিচালক ছিলেন। তাঁর প্রযোজনায় সর্বশেষ নাটক গডফাদার আলোচিত অভিনেতা শ্যামল মাওলাসহ অসংখ্য গুণী শিল্পীদের সাথে কাজ করেছেন তিনি।