সংবাদ শিরোনাম
উত্তরার আব্দুল্লাহপু‌রে লি‌জকৃত জ‌মি অ‌বৈধ দখলদারমুক্ত কর‌তে জরুরী সংবাদ স‌ম্মেলন উত্তরা মাদককারবারি উচ্ছেদ করব,কামারপাড়ায় মোস্তফা জামানের কঠোর হুঁশিয়ারি তুরাগে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট -এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রুশ বাংলা কল্যাণ সংস্থার আয়োজনে (হৃদমিক এ্যাওয়ার্ড-২০২৫) উত্তরায় চু/রি যাওয়া ১ কোটি টাকা উদ্ধার! উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।  উত্তরায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সঙ্গে বিএনপির মতবিনিময় চাঁদাবাজ ও নব্যবিএনপি কর্মীদের তুরাগ থানা শ্রমিক দলে জায়গা হবে না। ‎ রূপনগরে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত-৯, দগ্ধরা হাসপাতালে ভর্তি  মাধবপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্যের শিকার হচ্ছে অভিযোগ এনসিপি নেত্রীর। 

চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বরিশাল বিভাগীয় সমিতি ডবলমুরিং অঞ্চলের ৩১সদস্যর কমিটি ঘোষিত

admin / ১০২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

ডেস্ক নিউজ: ১৪ ডিসেম্বর

নগরীর আগ্রাবাদে একটি হলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বরিশাল বিভাগীয় সমিতি,চট্টগ্রামস্থ আগ্রাবাদ ডবলমুরিং অঞ্চলের সাধারণ সভা সভাপতি রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমেও সৈয়দ মাইনুল ইসলাম মইনের সঞ্চালনায় গতকাল ১৩ ডিসেম্বর, বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি আহবায়ক -এম জহিরুল আলম,বিশেষ অতিথি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধাএ টি এম তারেক,বিশেষ অতিথি সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব-মো লিয়াকত আলী হাওলাদার,বিশেষ অতিথি ডবলমুরিং অঞ্চলের সমন্বয়ক মো,জাহাঙ্গীর হোসেন,প্রধান বক্তা- সদস্য সচিব -মোঃ বেলাল মৃধা, এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য বৃন্দ।

অতিথিগন তাদের বক্তব্যে আগ্রাবাদ ডবলমুড়ি অঞ্চলের আহবায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বরিশাল বিভাগীয় সমিতির স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।

প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন ডবলমুরিং অঞ্চলের কমিটির ঘোষণা করেন -উপদেষ্টা মন্ডলী যথাক্রমে মোঃ লিয়াকত আলী হাওলাদার ,অমল চন্দ্র দাস ,মো শাহ আলম খান ,আনোয়ার হোসেন মিজান, বাবু পুলিন চন্দ্র ঘরামী পলাশ, মো শাহ আলম সাইফুল ৭। মো মনিরুজ্জামান মনির ,এস. এম সানাউল্লাহ ,আঃ জলিল সিকদার ,মো জাহাঙ্গীর হোসেন,সৈয়দ মাইনুল ইসলাম মঈন। এছাড়া ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন ১। সভাপতি : রফিকুল ইসলাম, ২। সিঃ সহ -সভাপতি : মো সোহরাব হোসেন, ৩। সহ -সভাপতি : মো শাহাবুদ্দিন তালুকদার,৪। সহ-সভাপতি: মো মাহবুব হোসেন তালুকদার, ৫। সহ-সভাপতিঃ: মোঃ হাফিজুর রহমান মিন্টু, ৬। সাধারণ সম্পাদক: মো মামুন খান সবুজ, ৭। যুগ্ন-সাধারণ সম্পাদক: মো: ইলিয়াস হোসেন হাওলাদার, ৮। যুগ্ন-সাধারণ সম্পাদক: মোঃ ইসহাক মৃধা, ৯। যুগ্ন-সাধারণ সম্পাদক: মোঃ মোঃ শফিকুল ইসলাম সোহেল, ১০। যুগ্ন-সাধারণ সম্পাদক: মোঃ ইব্রাহিম হাওলাদার, ১১। অর্থ সম্পাদক: মো বেলাল হোসেন, ১২। সাংগঠনিক সম্পাদক: মো রেজাউল করিম রিজভী, ১৩। সহ- সাংগঠনিক সম্পাদক: মো সুমন তালুকদার, ১৪। দপ্তর সম্পাদক: মো সোহেল আহমেদ, ১৫। সহ-দপ্তর সম্পাদক: মো অমি খান, ১৬। প্রচার সম্পাদক: মো হুমায়ুন কবির, ১৭। প্রকাশনা সম্পাদক: মোঃ বাবুল মিয়া, ১৮। শিক্ষা বিষয়ক সম্পাদিকা: নাসিমা আক্তার, ১৯। ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ মো: মেহেদী হাসান মল্লিক, ২০। শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক: মো মাসুম হাওলাদার, ২১। মহিলা সম্পাদিকা: মিসেস শারমিন আক্তার, ২২। যুগ্ন মহিলা সম্পাদিকা: জারিন খান সামিয়া, ২৩। সদস্য: ওবায়দুর রহমান, ২৪। সদস্য: মোঃ হেমায়েত হোসেন, ২৫। সদস্য: মোসা শামীমা সুলতানা মুন্নি, ২৬। সদস্য: মো আল মাহমুদ আলিফ, ২৭। সদস্য: সৈয়দ নাজমুল হাসান, ২৮। সদস্য: মো খলিলুর রহমান, ২৯। সদস্য: মো রুহুল আমিন, ৩০। সদস্য: মো দেলোয়ার হোসেন, ৩১। মো আবু ইউসুফ।
সভাপতির সমাপনী বক্তব্যের পরে উপস্থিত সকলের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category