গত ১৫ অক্টোবর (বুধবার) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলানায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো রুশ বাংলা কল্যাণ সংস্থার আয়োজনে ভিডিও চিত্রগ্রাহক ও গুনীজন সংবর্ধনা ও আলোচনাসভা । উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইলিয়াস হোসেন (আরটিভির হেড অব নিউজ),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ডাঃ জামিল খান(সহকারী অধ্যক্ষ,ডিপার্টমেন্ট অব জার্নালিস্ট, মিডিয়া এন্ড কোমনিকেশন ডেফোডিল ইন্টারন্যাশনাল), এছাড়া উপস্থিত ছিলেন- দৈনিক দিনের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার,দেলোয়ার হোসেনসহ অন্যান্য অতিথি বৃন্দরা। সংবর্ধনার পূর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,যেকোন ফটো সাংবাদিক বা টিভি চ্যানেলের ক্যামের পার্সনরা জীবনে ঝুঁকি ও পরিশ্রম করে ছবি সংগ্রহ করেন অথচো তাদেরকে সেভাবে মূল্যায় করা হয় না,আমরা চাই তাদেরকে অবশ্যই সঠিক ভাবে মূল্যায় বা সম্মান করতে হবে,তিনি বলেন বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ ব্যবস্থা ভেঙে পরেছে আর এই বিষয় গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এরপরে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চীফ ক্যামেরা ম্যান আলী আসগর বলেন,রুশ বাংলা একটা মানবিক সংস্থা,তিনি বলেন আমাদের চোখেই দেখে বাংলাদেশ,তাই আজ আমাকে সংবর্ধনা করায় সেজন্য রুশ বাংলার আব্দুল ওহাব লিটকে ধন্যবাদ জানাই। রুশ বাংলা কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়াম্যান আবদুল ওহাব লিটন তার বক্তব্যে বলেন,আমি চেষ্টা করেছি আমাদের চারপাশে যে সব অসহায় ও হতদরিদ্র আছে তাদের কিছু অংশ নিয়ে কাজ করার,আমি চেষ্টা করেছি পরিবেশ নিয়ে কাজ করার,তিনি আরও বলেন,আমার একার পক্ষে এই কল্যাণ মুলক কাজ করা সম্ভব নয় তাই সমাজে বিত্তবানরা এগিয়ে আসুন, আপনার চারপাশে হতদরিদ্র ও অসহায়দের পাশে থেকে কাজ কার জন্য,শুধু তাই নয় যুবসমাজের জন্য ভালো কাজ করে সমাজকে সামনের দিকে নিয়ে যাবেন। আলোচনাসভায় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন অনেকেই এরপরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হাত থেকে ৩ জন ভিডিও চিত্রগ্রাহক ও গুনিজন সংবর্ধনা গ্রহন করেন। সংবর্ধনা ও আলোচনা সভায় চ্যানেল আই,গাজিটিভি,বাংলাটিভি,ইনডিপেনডেন্টসহ অন্যান্য চ্যানেলের সাংবাদিক বৃন্দরা। রুশ বাংলা কল্যান সংস্থার এই সংবর্ধনা ও আলোচনাসভার আয়োজক ছিলেন রোবায়েত আহমেদ মিশু ও হুমায়ন কবির। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থাপনা করেন তানিয়া আফরিন। তিনি তার উপস্থাপনার শুরুতেই বলেন,রুশ বাংলা কল্যান সংস্থা নিজ অর্থায়নে বৃদ্ধাশ্রম,পরিবেশ,অসহায় ও হতদরিদ্রদের নিয়ে কাজ করে,এই সংস্থার প্রতিষ্ঠা সভাপতি আব্দুল ওহাব লিটন তিনি লিটন একজন মানবিক,গত ২০০২ সাল থেকে তিনি মানব সেবা করে আসছেন। উক্ত ভিডিও চিত্রগ্রাহক ও গুনীজন সংবর্ধনা ও আলোচনাসভা দুপুর সাড়ে ৪ টায় শুরু হয়ে সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাড়ে ৫ টায় শেষ হয়।