মোঃ শাহজালাল সুমন:
উত্তরা-ঢাকা ।। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বলে মাদক বেচা–কেনা ও মাদক ব্যবসা করা ব্যক্তিরা সমাজের শত্রু,জাতির শত্রু। তাদের যেকোনো মুহূর্তে উচ্ছেদ করা হবে এবং প্রয়োজনে আমরা সকলে মিলে তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করব। যদি পুলিশ সহযোগিতা না করে, তখন মাদকবিরোধী অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনীর কাছে যেতে আমরা বাধ্য হব।
১০ অক্টোবর শুক্রবার বিকেলে ৫৪ নং ওয়ার্ড আয়োজিত কামারপাড়া এলাকায় মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেছেন। মোস্তফা জামান আরও বলেন, এই এলাকায় মাদক সমস্যা ছাড়াও গ্যাস সরবরাহের সমস্যা এবং শব্দ দূষণের মতো ভয়াবহ সমস্যা রয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিটি সমস্যা চিহ্নিত করে একটি সুচিন্তিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ১০ দিনের মধ্যে এসব সমস্যার সমাধান করা হবে। এছাড়া তিনি এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেরাই খেয়াল রাখবেন আপনার ছেলে-মেয়ে দিন শেষে কোথায় যায়, কার সাথে চলাফেরা করে। যদি তারা খারাপ পথে যায়, তাহলে সেটা অনেক কষ্টের,এমন সময় আসবে যেটাতে ইচ্ছা করলেও আপনি তাদের ফিরিয়ে আনতে পারবেন না।
মাদক বিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন যুগ্ন আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ। তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং ৫৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির বারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকা,থানা যুগ্ন আহবায়ক রিপন হাসান খন্দকার চান মিয়া বেপারী,আলহাজ্ব আবু তাহের খান আবুল,হাজী আতাউর রহমান তুরাগ থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য আব্দুল আলী,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান সদস্য সচিব সঞ্জিত মাহমুদ সুমন,৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী।বিএনপির সভাপতি বাবল হোসেন সহ বিএনপি এবং এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।