উত্তরা-ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ থানা শ্রমিক দলের উদ্যোগে বৃহস্পতিবার রাতে উত্তরা ১৫ নং সেক্টরে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল এবং ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির নেতা আবদুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন,আমরা যদি সত্যিকারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হই, তবে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, তবে ঐক্যবদ্ধ থাকলে কেউই বিএনপিকে পরাজিত করতে পারবে না। আমরা ঢাকার সব আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করে সেই বিজয় তারেক রহমানকে উপহার দিতে চাই। আওয়ামী লীগ সরকারের সময়কার পরিস্থিতি স্মরণ করে মোস্তফা জামান বলেন,তাদের আমলে উত্তরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। জনগণ ভয়ে দিন কাটিয়েছে,ওই এমপিরা কখনো জনগণের কাছে যায়নি, কারণ জনগণের ভোট তাদের প্রয়োজন হয়নি।
নিজেরাই সিল মেরে, নিজেরাই নির্বাচিত হয়েছে। তাদের মাধ্যমে উত্তরার জনগণের কোনো উপকার হয়নি। তিনি বলেন,আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য জনগণের স্বার্থে কাজ করা। শেষে তিনি তুরাগ থানা শ্রমিক দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের সুন্দর আয়োজন শ্রমিক দলের ঐক্য ও উদ্দীপনার প্রতিফলন। ভবিষ্যতেও বিএনপি সবসময় এ ধরনের খেলাধুলার উদ্যোগে পাশে থাকবে।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে উত্তরা লায়ন্স ক্লাব। নির্ধারিত ওভারে তারা ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৫ রান। জবাবে নেক্সট জেন টিম ৮ ওভারে সব উইকেট হারিয়ে ৫৮ রানে গুটিয়ে যায়। ফলে উত্তরা লায়ন্স ক্লাব ৭ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় এবং পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সানজিদ মাহমুদ সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, চানমিয়া বেপারী, বিপ্লব হোসেন, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, মহিলা দলের নেত্রী তানিয়া আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।