
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
কাজি আরিফ হাসানঃ
ঢাকার মিরপুর রূপনগরে পোষাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন।গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর রূপ নগরে এই আগুনে তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট নিয়ন্ত্রণের জন্য আসে। ১২টি ফায়ার সার্ভিসের ইউনিটের চেষ্টায় ৬ ঘনৃটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ইউনিট। আগুনে দগ্ধ বেশ কয়েকজন বার্ন ইউনিটে ভর্তি। এদিকে আগুনের ঘটনায় নিখোঁজদের খোজে কারখানা সামনে স্বজনদের আহাজারি।
উদ্ধারের সহায়তা যোগ দেয় বিজিবি। উৎসুক জনতাকে ঠেকাতে সেনাবাহিনী কাজ করে। এ আগুনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট সংবাদমাধ্যমকে জানান,নিহতে সংখ্যা কি পরিমান তা সঠিক ভাবে এ মুহূর্তে বলা যাচ্ছে না এবং আগুনের সূত্রপাত কিভাবে হয় তাও সঠিক ভাবে বলা যাচ্ছে না। এখনো উদ্ধারের কাজ চলছে উদ্ধার কাজ শেষে আমার জানাতে পারবো ক্ষতির পরিমান।