রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযানর‌্যালী কর্মচারী শ্রমিক ইউনিয়নের আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ”

বরিশালে সাংবাদিকের উপর হমলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ: ১৭ অক্টোবর স্মারকলিপি

বরিশালে সাংবাদিকের উপর হমলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ: ১৭ অক্টোবর স্মারকলিপি

 

নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ

 

বরিশাল মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১: সিনিয়র সাংবাদিক, কলাম লেখক ও বরিশালের স্থানীয় দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আরিফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বরিশালের দৈনিক দখিনের সময়’র সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি করেন।

একই সাথে আগামী ১৭ অক্টোবর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সারা দেশের প্রতিটি উপজেলা /জেলা থেকে স্মারক লিপি দেওয়ার ঘোষণা করা হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মানবাধিকার নেতা মঞ্জুর হোসেন ঈশা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এবং নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, মাছরাঙ্গা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, সম্পাদক পরিষদ বরিশালের সহ-সভাপতি ও দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শামীম আহসান, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার সম্পাদক এস আলাল মিয়া, সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ন-সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, এমএ আকরাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জনকন্ঠের বরিশাল ব্যুরে খোকন আহম্মেদ হীরা, ঝালকাঠি জেলা বিএমএসএফ’র সাবেক সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আমির হোসেন, কেন্দ্রীয় সদস্য, বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি এম জহির, বাংলাদেশ টুডে পত্রিকার বরিশাল ব্যুরো জিহাদ রানা, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল এর সহ-সভাপতি ও ঢাকা পোস্ট’র বরিশাল ব্যুরো সৈয়দ মেহেদী হাসান, দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল’র শামিম আহম্মেদ, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল’র সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ নোমানী, সাধারন সম্পাদক মামুন অর রশীদ, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ’র সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা, বরিশাল অনলাইন রিপোটার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান, বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদ’র সভাপতি শহিদুল ইসলাম।

এছাড়াও বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আমার সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো জহির খান, বরিশাল সাংবদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দীন, হুমায়ন কবির রোকন, সাংগঠনিক সম্পাদক এম আর মন্টু, যুগ্ন-সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাক এআর শুভ, প্রচার সম্পাদক লিটন বায়েজিত, নির্বাহী সদস্য এম আরিফুল ইসলাম, রিয়াজ পাটোয়ারী, দৈনিক হিরন্ময় পত্রিকার যুগ্ন-বার্তা রিয়াজ আকন, দৈনিক সুন্দর বন পত্রিকার বার্তা সম্পাদক মিজান পলাশ, কমিটির সদস্য, মেহেদী তামিম, বেল্লাল হোসেন, রিপোর্টার ইমরান হোসেন।

এদিকে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ গনসংহতি আন্দোলনের বরিশাল জেলা সভাপতি দেওয়ান রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র বরগুনা জেলার নেতা মাহবুবুল আলম মান্নু, ভান্ডারিয়ার সহ-সভাপতি জাকির হোসেন কাজী, ফোরামের নেতা এমদাদুল হক স্বপন, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএমএসএফ সভাপতি দেওয়ান মনির, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী সৈকত, বাকেরগঞ্জ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হক আকন, পিরোজপুর ইন্দুরকানী বিএমএসএফ’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএমএফএস’র মাদারীপুর শিপচর উপজেলা সাধারন সম্পাদক অপুর্ব চৌধুরী জয়, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রুমান জোমাদ্দার, এছাড়াও উজিরপুর উপজেলা রিপোর্টার ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ কমিটি, আগৈলঝাড়া প্রেস ক্লাব, বাবুগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রায় দু’শতাধিক সাংবাদিক এ প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাঁর পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

সমাবেশ শেষে বরিশালের বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক বিএমএমএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে ১৪ দফা আন্দোলনে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com