মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নিট পরীক্ষা দিতে এসে, স্কুলে সাপের ছোবল পরীক্ষার্থীকে, জেলা জুড়ে চাঞ্চল্য তমলুকে শিক্ষকদের অনশন মঞ্চে , হামলার অভিযোগে ধিক্কার মিছিল ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযানর‌্যালী কর্মচারী শ্রমিক ইউনিয়নের আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

রাণীশংকৈলে জমিদখলসহ নানা অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ ইলিয়াস আালী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জমি দখল, নারী শ্লীলতাহানি সহ নানা অভিযোগে আইনুল হক (৫৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

তিনি রাণীশংকৈল উপজেলার মৃত বজির উদ্দিন এর ছেলে।

 

জানা যায়,উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আইনুল হক (৫৮) কে জমিদখল, নারী শ্লীলতাহানি সহ নানা অভিযোগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

এ বিষয়ে ভুক্তভোগী কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামের মৃত সলেমান আলীর ছেলে আ: কুদ্দুস (৪৫) বাদী হয়ে রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাণীশংকৈল থানায় প্রধান আসামী আইনুল হকসহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করে। পরবর্তীতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

অভিযোগ সূত্রে যানা যায়, মেম্বার আইনুল সহ সকল আসামী যোগসাজসে একই জমি নিজের বলে দাবি করে এলাকার লোকদের বিভিন্নভাবে বিপদে ফেলে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। প্রস্তাবে রাজী না হলে জমি দখল, চাঁদা দাবি সহ নানান ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

 

অভিযোগ সূত্রে আরো জানা যায়, গেল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাদী কুদ্দুসের পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিবাদী সকলেই জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এতে বাদী কুদ্দুস বাধা দিলে ইউপি সদস্য আইনুল হকের নির্দেশে সকল আসামীগণ তাকে মারপিট করে। এমনকি ঘটনাস্থলে পরিস্থিতি থামাতে আসা বাদীর মা রমেশা (৭২), বাদীর ছোট ভাইয়ের স্ত্রী পারভীন (২৫), বাদীর মেয়ে কানিজ (১৭) কে শ্লীলতাহানীসহ গলা টিপে ধরে হত্যার চেষ্টা করে আসামীগণ।

 

এদিকে বাদি কুদ্দুস মুঠোফোনে বলেন, আমার চাচাতো ভাইয়ের সাথে জমি ওদল বদল করেছি। এ বিষয়ে বিবাদী আইনুল হকের কোন সম্পর্কই নেই কিন্তু হঠাত আইনুল মেম্বার তার দলবল নিয়ে আমার জমিতে এসে আমাকেসহ আমার মা, আমার বউ, ছোট ভাইয়ের বউ এবং আমার মেয়েকে লাঠি রডসহ বিভিন্ন জিনিস দিয়ে মারধর শুরু করে। সবাই বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।

 

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, এটি একটি মারামারির ঘটনা, এ ঘটনার অভিযোগ পেয়েছি। এ ঘটনার প্রধান আসামী ইউপি সদস্য আইনুল হককে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে সপর্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com