বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (মেয়র) নিট পরীক্ষা দিতে এসে, স্কুলে সাপের ছোবল পরীক্ষার্থীকে, জেলা জুড়ে চাঞ্চল্য তমলুকে শিক্ষকদের অনশন মঞ্চে , হামলার অভিযোগে ধিক্কার মিছিল ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম ‘হেনরী ভুবন’ উদ্বোধন হলো ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযানর‌্যালী কর্মচারী শ্রমিক ইউনিয়নের আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন

কামরাঙ্গীরচরে যুবক খুন। একজন গ্রেপ্তার

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন।

আজ ১২..০৩.২০২৩ ইং রোজ রবিবার সকাল আনুমান ১১:০০ ঘটিকার সময় কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগর স্বপনের বাড়ির টিনসেট ব্যাচেলর ভাড়াটিয়া মোঃ অমিত হাসান (১৭) নামের এক যুবক খুন।
তার পিতা -মোঃ বজলু মাতা,শাহিনুর বেগম,সাং বদরপুর,থানা- লালমহোন, জেলা-ভোলা ।আসামী ইমন(১৯)পিতা- বাবলু, সাং লেতেরা, থানা: চরফ্যাশন, জেলা- ভোলা,

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, অমিতের সাথে সকালের নাস্তা খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় ইমনের। কথা কাটাকাটির একপর্যায়ে ইমন সিমেন্টের তৈরীর পাইপ সংযুক্ত ডাম্পেল দিয়ে মাথায় দুটি আঘাত করে অমিতের মৃত্যু নিশ্চিৎ করে বাহির থেকে রুমে তালা বন্ধ করে পালিয়ে যায়।

জানা যায় হত্যা কাণ্ডের পরে ইমন মুন্সিহাটি মুদি দোকানের কর্মচারী জাকির চান মিয়াকে জানায় যে, আমি অমিতকে হত্যা করেছি। চান মিয়া অমিত হত্যাকাণ্ডের বিষয়টি ১৪.৩০ ঘটিকার সময় থানা পুলিশকে ৯৯৯ ফোন করে জানায়।কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীকে আটক করে।

বর্তমানে আসামি কামরাঙ্গীরচর থানা পুলিশ হেফাজতে রয়েছে।

ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আনোয়ার।

কামরাঙ্গীরচর থানায় এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আনোয়ার আরও বলেন, আসামী যেহেতু ধৃত, তাতে ঘটনার প্রকৃত আসামীকে সনাক্ত করা খুব সহজ, তাই আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আপনাদের জানানো হবে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com