রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযানর‌্যালী কর্মচারী শ্রমিক ইউনিয়নের আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ”

জয়পুরহাটে স্টবেরি চাষে বাম্পার ফলনে কৃষকের নতুন আশা

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ শোয়েব হোসেন —

সরকারি – বেসরকারি প্রনোদনা জরুরি

জয়পুরহাটে দিন দিন বেড়েই চলছে স্টবেরি চাষ।লাভ বেশি হওয়ায় জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় স্টবেরি চাষে ঝুঁকেছেন বেকার যুবক ও চাষীরা।

 

ফলন ভালো হওয়ায় এলাকার প্রান্তিক কৃষকদের মুখে হাসি এবং আশার প্রদীপ দেখা দিলেও তাদের অভিযোগ থাকছে স্টবেরি চাষে নেই কোন সরকারি-বেসরকারি প্রণোদনা ও সুযোগ সুবিধা।এখানকার স্টবেরি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।

 

মৌসুমের শুরুতে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। জামালগঞ্জ এর স্টবেরি চাষী রেজা ইসলাম বলেন,আমি প্রাথমিক ভাবে ৬ বিঘা জমিতে স্টবেরি চাষ করি সেখান থেকে বীজ তৈরি করে এলাকায় বিক্রি করেছি।এখন স্টবেরি চাষ বিস্তার লাভ করে প্রায় ১২০ বিঘা জমি ছাড়িয়েছে।এক বিঘা জমিতে স্টবেরি চাষে খরচ ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা।আবহাওয়া অনুকূল আর দাম ভালো থাকলে ৩ থেকে ৪ লাখ টাকা বিক্রি হবে!

 

জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসার কায়ছার ইকবাল বলেন,সদর উপজেলায় প্রায় ১২ হেক্টর জমিতে স্টবেরি চাষ হয়েছে। সরকারি কোন প্রণোদনা না থাকলেও আমরা কৃষি থেকে প্রতিনিয়ত মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি।

 

সরকারি -বেসরকারি যে কোন কোন সহায়তা পেলে স্টবেরি চাষে হতে পারে অনেক বেকার যুবকদের নতুন কর্মসংস্থান এর জায়গা বলেই ধারণা করছেন স্থানীয় স্টবেরি চাষীরা।

 

এই সংবাদ প্রকাশের মাধ্যমে সারা দেশব্যাপী এই স্ট্রবেরি চাষের জন্য নতুনদের আগ্রহ সৃষ্টি সহ সরকারি-বেসরকারি প্রনোদনা প্রাপ্তির লক্ষ্যে স্থানীয় ও সচেতন মহল সহ সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com