নিজস্ব প্রতিনিধি:
উত্তরতর ঢাকা।। ঢাকা মহানগর উত্তর তুরাগের বাউনিয়া ৫২ নম্বর ওয়ার্ডে সাধারণ ভোটারদের সঙ্গে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বৈঠকে এলাকার সাধারণ মানুষ উন্নয়ন, নাগরিক সুবিধা, অবকাঠামো ও সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন। স্থানীয় নেতাকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ জনগণের ভোট ছিনিয়ে নিয়ে নিজেরাই ভোট দিয়ে নিজেরাই এমপি ঘোষণা দিয়েছে। তাই তাদের জনগণের কাছে আসার প্রয়োজন ছিল না, জনগণের কাজও তারা করেনি। নিজের স্বার্থে চুরি, ডাকাতি ও লুটপাট করে আজ তারা বিদেশে বসে আছে। সেই আওয়ামী লীগের চোর-ডাকাতদের এই দেশে আসতে দেওয়া হবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,যুগ্ন আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন আফাজ, ৫২নং ওয়ার্ড বিএনপি নেতা আজহার আলী আজা, মইনুল ইসলাম ও সানাউল্লাহর আয়োজনে তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য কফিল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী ইসহাক মিয়ার সভাপতিতে উঠান বৈঠক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, বিমানবন্দর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, উত্তরা পূর্ব থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, তুরাগ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম,যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজা,চান মিয়া বেপারী,আলি আহমেদ,তুরাগ থানা মহিলা নেত্রী সাবেক কাউন্সিলর সোহেলী পারভিন শিখা,তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল আলী,কাইয়ুম হোসেন,থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম,,তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাট,ইমন হোসেন মনির,তুরাগ থানা বিএনপি নেতা আব্দুর রহমান বুলু,৫২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামীম হোসেন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামাল হোসেন,বিএনপি নেতা আক্তার হোসেন সহ তুরাগ উত্তরা পশ্চিম উত্তরা পূর্ব বিমানবন্দর খিলক্ষেত থানার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন