মো: শাহজালাল সুমন,
উত্তরা.ঢাক:সংবিধান ও রাষ্ট্র কাঠামো মেরামত এবং অর্থনীতির মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে ঢাকা ১৮ আসনের উত্তরা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা ৭ নং সেক্টর, ২ নং রোডে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি, সাধারণ মানুষ এবং এলাকার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
এই সময় তিনি বলেন, “ঢাকা ১৮ আসনকে আমরা দেশের একটি আদর্শ ও উন্নয়নের মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়।
উঠান বৈঠকে কিশোর গ্যাং, সামাজিক অনিয়ম এবং এলাকার নানাবিধ সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। মুহাম্মদ আফাজ উদ্দিন উপস্থিতদের মতামত শোনেন এবং সমাধানমূলক দিকনির্দেশনা দেন। তিনি জোর দিয়ে বলেন, “জনগণের সমস্যার সমাধান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য। এই ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে জনগণ ও দেশ দুটোই উপকৃত হবে।
ঢাকা ১৮ আসনের প্রতিটি সেক্টরে পরিকল্পনামাফিক বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, পরিবেশবান্ধব শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি বলেন, সিটি কর্পোরেশনে বর্তমানে যে ধরনের কার্যক্রম চলছে, তা সঠিক নয়। পরিকল্পনামাফিক কার্যক্রম এখন সিটি কর্পোরেশন নিজে করতে অক্ষম। তাই আমরা ঢাকা ১৮ আসনের প্রতিটি সেক্টরে বৃক্ষরোপণ ও বনায়ন করে একটি গ্রীন সিটি’ উপহার দেব, ইনশাআল্লাহ।
উত্তরা পশ্চিম থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন শিশিরের সঞ্চালনায় উঠোন বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক সোলাইমান হোসেন,মোহাম্মদ আলী,আওলাদ হোসেন.হান্নান মিয়া,থানা আহবায়ক সদস্য বাদল হাওলাদার,দক্ষিনখান থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মোবারক,৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ সাধারণ সম্পাদক মাসুদ সরকার,৫১ নং ওয়ার্ড মহিলা বিষয়ক সম্পাদক পারভিন বেগম সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন.