স্টাফ রিপোর্টার কামরুল হাসান-
প্রসঙ্গ:- ফ্যাসিস্ট সরকারের চক্রান্ত রুখে দিতে -আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা আক্তার হোসেন এবং খিলক্ষেত থানা বিএনপির মাটি ও মানুষের নেতা- খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক জননেতা এস এম ফজলুল হক–এর আহ্বানে কুড়িল বিশ্বরোড আজ জনসমুদ্রে পরিণত হয়েছে।
ফ্যাসিস্ট সরকারের অন্যায়, দমন-পীড়ন ও স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ সহ ১৩ তারিখের চক্রান্ত প্রতিহত করতে আয়োজিত এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ ঘিরে পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি কর্মসূচি হবে গণঅভ্যুত্থানের রূপকার। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ মিছিল এবং ধানের শীষ প্রতীক প্রচারণার আরও বেগবান করার আহ্বান জানান।