সংবাদ শিরোনাম
পিসিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি কাজী মজিবর রহমান ও মহাসচিব মোঃ শাব্বির আহমেদের দায়িত্ব গ্রহণ. বিজিবি’র বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের  সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ- সভাপতি ; নূরুল আবছার ভূঁইয়া-সেক্রেটারি দুমকি উপজেলায়, মোটরসাইকেল–-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১।। ফয়জুর সভাপতি, নাজমুল সম্পাদক বড়াইগ্রামে গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কমিটি গঠন তারেক রহমানের ৬১তম জন্মদিনে উত্তরা পশ্চিম থানা বিএনপির দোয়া মাহফিল ও তবারক বিতরণ আগামীকাল ২১ শে নভেম্বর বাংলাদেশ সশস্ত্রবাহিনী ‍দিবস! সাম্প্রতিক আগুনে পুড়ছে দেশ, আতঙ্কে মানুষ: এই সন্ত্রাসের শেষ কোথায়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ বিচার প্রক্রিয়া দেশে আইনের শাসনকে ব্যাহত করবে জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা।। 

দুমকি উপজেলায়, মুরাদিয়া ইউনিয়নে খাসজমির দোকান দখলের অভিযোগ।। 

admin / ২৩ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন হাওলাদার। দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে খাসজমির ভিটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কাওসার মিরার বিরুদ্ধে। দখল করা দোকানঘরে এখন নতুন করে পোল্ট্রি ব্যবসা চলছে। এতে জীবিকা হারিয়ে পথে বসার অবস্থা হয়েছে পিতৃহারা যুবক ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদারের। বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, মহিউদ্দিন ও তাঁর বাবা খালেক হাওলাদার দীর্ঘদিন ধরে মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে রেকর্ডিও ও খাসজমির ওপর দোকানঘর নির্মাণ করে ব্যবসা করতেন। বাবার মৃত্যুর পর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তিনিই সেখানে নিয়মিত ব্যবসা চালিয়ে আসছিলেন।অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ভিটির প্রতি নজর পড়ে কাওসার মিরার। ১৪ সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে তাঁকে উচ্ছেদ করেন। রাতারাতি সেখানে নতুন দোকানঘর তুলে পোল্ট্রি ব্যবসা শুরু করা হয়। প্রতিকার চেয়ে বাজার কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের কাছে গেলেও কোনো ফল মেলেনি বলে দাবি মহিউদ্দিনের।মহিউদ্দিন একজন থ্যালাসমিয়া আক্তান্ত রুগী। প্রতিমাসে তার শরীরে রক্ত নিতে হয়। তার একটা পা গ্রীল ব্যান্ডেজ থাকায় অক্ষম হওয়ার উপক্রম হয়েছে।

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা হারিয়ে চরম কষ্টে আছেন তিনি। বাধ্য হয়ে সোমবার (১৭ নভেম্বর) লিখিত আবেদনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অভিযোগ দাখিল করেছেন।মহিউদ্দিন অভিযোগে উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর জোর করে দোকানঘরের সামনে মাটি ফেলা ও নানা বাধা সৃষ্টি করে তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনকে জানালেও এতে কোনো বাধা সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো: তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, প্রায় প্রতিবন্ধি ছেলে মহিউদ্দিনকে ওই ভিটির কিছু অংশে ছোট একটা দোকান করে দেয়ার জন্য কাওসার মিরাকে বলে ছিলাম। কিন্ত সে (কাওসার) অনুরোধ রাখেনি।অভিযুক্ত বিএনপি নেতা কাওসার মিরা দখলের অভিযোগ অস্বীকার করে নিজের ভিটিতে ব্যবসা করছেন বলে দাবি করেছেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুজর মো: এজাজুল হক অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন, ইতিমধ্যে সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শণের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category