সংবাদ শিরোনাম
পিসিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি কাজী মজিবর রহমান ও মহাসচিব মোঃ শাব্বির আহমেদের দায়িত্ব গ্রহণ. বিজিবি’র বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের  সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ- সভাপতি ; নূরুল আবছার ভূঁইয়া-সেক্রেটারি দুমকি উপজেলায়, মোটরসাইকেল–-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১।। ফয়জুর সভাপতি, নাজমুল সম্পাদক বড়াইগ্রামে গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কমিটি গঠন তারেক রহমানের ৬১তম জন্মদিনে উত্তরা পশ্চিম থানা বিএনপির দোয়া মাহফিল ও তবারক বিতরণ আগামীকাল ২১ শে নভেম্বর বাংলাদেশ সশস্ত্রবাহিনী ‍দিবস! সাম্প্রতিক আগুনে পুড়ছে দেশ, আতঙ্কে মানুষ: এই সন্ত্রাসের শেষ কোথায়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ বিচার প্রক্রিয়া দেশে আইনের শাসনকে ব্যাহত করবে জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা।। 

নিউইয়র্ক সিটির ১১১তম নির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশাসনে কাজ করতে ৫০ হাজার আবেদন

admin / ১৫ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাকিকুল ইসলাম খোকন, 

নিউইয়র্ক সিটির ১১১তম নির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশাসনে কাজ করতে ৫০ হাজার আবেদন জমা পড়েছে। খবর আইবিএননিউজ ।মামদানির ট্রানজিশন দল জানিয়েছে, তারা সব স্তরের অভিজ্ঞতার মানুষকে আবেদন করার আহ্বান জানিয়েছে। এতে শ্রমিক থেকে শুরু করে অভিজ্ঞ নীতিনির্ধারকরা অংশ নিতে পারেন, যারা ‘ক্যারিয়ার গড়ার পাশাপাশি সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে চান’। আবেদন জমা দেওয়ার জন্য ট্রানজিশন দলের ওয়েবসাইট transition2025.com ব্যবহার করা হয়েছে।

মামদানি এই বিশাল আবেদন প্রবাহকে ‘নিউইয়র্কবাসীর গড়ে তোলা আন্দোলন’ হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এটি নাগরিকদের প্রশাসনের প্রতি আস্থার প্রতিফলন। ট্রানজিশন দলের নির্বাহী পরিচালক এলানা লিওপোল্ড এক লিখিত বিবৃতিতে বলেন, ‘৫০ হাজার আবেদনকারী প্রমাণ করছেন যে তারা সরকারে সব স্তরে এই কাজ এগিয়ে নিতে প্রস্তুত।যদিও এখনো স্পষ্ট নয়, মামদানির প্রশাসন নতুন পদগুলো কখন পূর্ণ করবে। এদিকে, ট্রানজিশন দল মাত্র ৩০ ঘণ্টার কম সময়ে ৭ হাজারের বেশি দাতার কাছ থেকে ৫ লাখ ১৭ হাজার ৯৪৭ ডলার তহবিল সংগ্রহ করেছে, যা আগের মেয়রদের একত্রিত দাতা সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

নিউইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী ও প্রথম মুসলিম এবং সাউথ এশিয়ান মেয়র হিসেবে মামদানি নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী জয়ের পিছনে মূল ভূমিকা রেখেছে তরুণ ভোটারদের সমর্থন, যারা সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতির সঙ্গে সংযুক্ত। মামদানির নির্বাচনী নীতিমালায় প্রধানভাবে ছিল স্থিতিশীল অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত রাখা, বিনামূল্যে বাস সেবা সম্প্রসারণ এবং নাগরিকদের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।মামদানি প্রাক্তন নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কমুকে পরাজিত করে ২০২৬ সালের ১ জানুয়ারি গ্রেসি ম্যানশনে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category