বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (মেয়র) নিট পরীক্ষা দিতে এসে, স্কুলে সাপের ছোবল পরীক্ষার্থীকে, জেলা জুড়ে চাঞ্চল্য তমলুকে শিক্ষকদের অনশন মঞ্চে , হামলার অভিযোগে ধিক্কার মিছিল ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম ‘হেনরী ভুবন’ উদ্বোধন হলো ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযানর‌্যালী কর্মচারী শ্রমিক ইউনিয়নের আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন

নাগরিক সেবার আশ্বাস দিয়ে কথা রাখলেন যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নাহফিন রেজা,বিশেষ প্রতিনিধি, গাজীপুর 

বাংলাদেশের সর্ব বৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। এমন বৃহৎ সিটি কর্পোরেশন এর নাগরিক সেবার মান উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন।

তার ধারাবাহিকতায় ৩৩ নং ওয়ার্ড একটি মডেল এবং উন্নয়নশীল ওয়ার্ড হওয়ার কথা থাকলেও বাস্তবে তা অদৃশ্যমান।কিছু কিছু যায়গায় জনবসতি কম থাকলেও নেই মানসম্মত শাখা রাস্তা অথবা অল্প বৃষ্টি বা ড্রেনেজ ব্যবস্থার সংকটের কারনে হতে হয় পানিবন্দি সহ নানান সমস্যার আগমন।নগরের আফার,পূর্ব পলাগাছ এলাকার রুপনগর রিসোর্ট এর পিছনের অংশে ১৫০/২৫০ জনের বসবাস।

অনেকদিন ধরে চলাচলের রাস্তার সংকট এবং পানি নিস্কাষন অব্যবস্থার কারনে পানিবন্দি মানুষের হাহাকার এবং আত্নচিৎকার শোনার মত কেউ ছিলনা এবং স্থানীয় জনপ্রতিনিধি কাছে বারবার দারস্থ হয়েও এর সঠিক সমাধান দিতে পারেনি স্থানীয় জনপ্রতিনিধি নিজেই।

এই কষ্টে জর্জরিত পরিবারের সংকট সমাধানকল্পে অনেক স্কুলপড়ুয়া ছাত্র ছাত্রী দের পড়াশুনার ক্ষতি থেকে,চাকুরীজীবি মানুষের সুবিধা করে দিতে আগ্রহী হয়ে এলাকার মুরুব্বিগণকে সাথে নিয়ে আলোচনা করে পরের দিন প্রায় ২৫০ জন নাগরিক সেবা থেকে বঞ্চিত মানুষের সমস্যা সমাধানের এর কথা দিয়ে কথা রাখলেন এক সময়ের রাজপথ কাপানো ছাত্রনেতা,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সফল সদস্য, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার।তিনি বলেন আমি এই এলাকার সন্তান,আমার বড় ভাই মজিদ সরকার এই এলাকার সফল মেম্বার ছিলেন।

আমি শহীদ আহসান উল্লাহ স্যারের আদর্শে বিশ্বাসি এবং তার সুযোগ্য সন্তান বারবার নির্বাচিত সংসদ সদস্য সফল ক্রীড়া প্রতি মন্ত্রি জাহিদ আহসান রাসেল এমপি মহাদয় এর উন্নয়নের ধারা বজায় রাখার উদ্দেশ্য আমার এই সামান্য ইচ্ছে এবং মহানগর আওয়ামী যুবলীগের সফল আহবায়ক আমার যুব রাজনীতির পথ প্রদর্শক কামরুল আহসান সরকার রাসেল মামার বিশেষ গুুন পরের তরে নিজেকে উজার করে বিলিয়ে দেয়ার যে উদাহরণ তা আমি নিজে আজ করার চেষ্টা করলাম।জানিনা সফল হব কিনা তবে আমি আমার ৩৩নং ওয়ার্ড কে অপরুপ সুন্দর,উন্নয়নশীল,এবং জনগণের নাগরিক সেবার যে অধিকার, আমি চেষ্টা করব সকল সমস্যা সমাধানে আমার অসামান্য প্রয়াস অব্যাহত থাকবে ইনশাল্লাহ।আমি আমার আমার এলাকার মুরুব্বিদের এবং সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে যে কথা দিয়েছিলাম তা আজ বাস্তবায়নে এগিয়ে আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।

আমি আমিন উদ্দিন সরকার ৩৩ নং ওয়ার্ড এর সকল সমস্যার সমাধানে এগিয়ে আসতে চাই যত বাধা বিপত্তিই আসুক না কেন আমি দিপ্ত শিখা নিয়ে আলোর পথে বহমান থাকব। এদিকে অসহায় দরিদ্র, পানিবন্দি এবং নাগরিক সেবা থেকে বঞ্চিত অনেক পরিবারের সাথে একান্ত আলাপকালে তারা জানান আমিন উদ্দিন সরকার যে উদাহরণ সৃষ্টি করলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।আমরা আমিন উদ্দিন সরকার ভাইয়ের মত উদার,এবং অসহায় মানুষকে নিয়ে চিন্তা করে এমন একজন কে আগামী সিটি কর্পোরেশন এর নির্বাচন এ ৩৩ নং ওয়ার্ড এর জনপ্রতিনিধি হিসেবে চাই যে আশ্বাস নয় বাস্তবায়নের বিশ্বাসের বুলি প্রদর্শন করে একটি মডেল ওয়ার্ড এর রুপকার হবেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com