প্রতিবেদক : যুবরাজ ইসলাম রাকিব।
দেশ নায়ক তারেক রহমানের নিদর্শনা অনুযায়ী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজ নিজ দলের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে বলেন।
এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অন্তর্গত তুরাগ থানা শ্রমিক দল কঠোর অবস্থানে রয়েছে।
তুরাগ থানা শ্রমিক দলের আহবায়ক, সিদ্দিকুর রহমান সিদ্দিক ও সদস্য সচিব, সানজিদ মাহমুদ সুমন এমনি এক নজির গড়েছেন যা ঢাকা মহানগর উত্তর মধ্যে তুরাগ থানা শ্রমিক দলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।
৫ই আগস্ট এর পর স্বৈরাচার সরকার পতনের পর থেকেই দেশ থেকে গা ঢাকাতে শুরু করেন ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা।
বিভিন্নভাবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মিসে গিয়ে যাতে দলেন নাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে তা গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন তুরাগ থানা শ্রমিক দল।
তুরাগ থানা শ্রমিক দলের আহব্বায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, আমি বেঁচে থাকতে তুরাগ থানা শ্রমিক দলে কোন চাঁদাবাজার আশ্রয়স্থল বা ঠিকানা হবে না।
যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।
সদস্য সচিব, সানজিদ মাহমুদ সুমন বলেন আমরা দলের জন্য ত্যাগী নেতাকর্মীদের বাছাই করে নিচ্ছি এবং যারা বিগত দিন গুলোতে দলের জন্য কাজ করেছে তাদের আমরা মূল্যায়ন করছি।