মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি
যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। বেলুন ও কবুতর উড়িঅয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস–চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ও যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হকসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী বক্তৃতায় তাবিথ আউয়াল বলেন, তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনা এবং স্থানীয় ফুটবলার তৈরিতে এমন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার মাধ্যমে দেশ পূণগঠনের আহবান জানান সেই সাথে নারী ফুটবল আয়োজনের আহবান জানান। আয়োজকরা জানান, তরিকুল ইসলাম স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই আন্তঃইউনিয়ন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।