রাজধানী উত্তর, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার দুপুরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো: সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক এর চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, বিএমএসআরআই এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ এবং সেক্রেটারি মেজর জেনারেল মো: রফিকুল ইসলাম (অব:)।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা: ফরহাদ হালিম (ডোনার) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএমএসআরআই এর ট্রেজারার প্রকৌশলী জি. এম জয়নাল আবেদীন ভুইয়া, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোহাম্মদ মহিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা: ডি. এম মহিদুজ্জামান এবং পরিচালক ব্রিগে: জেনা: মোহাম্মদ মিজানুর রহমান (অব:)। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমএসআরআই এর প্রতিষ্ঠাতাগণদের পরিবারের সদস্যবৃন্দ, বিএমএসআরআই এর এক্সিকিউটিভ সদস্যবৃন্দ, প্রাক্তন অধ্যক্ষগণ, প্রাক্তন পরিচালকগণ, প্রাক্তন অধ্যাপকগণ, সকল শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং নার্সবৃন্দ।
প্রধান অতিথি বলেন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মান দীর্ঘদিনের একটি কাঙ্খিত বিষয় ছিল। অদ্য এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই নতুন ভবন নির্মানের মাধ্যমে আধুনিক শিক্ষার পরিবেশ আরো সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা উন্নত সুবিধা নিয়ে পাঠ গ্রহন করতে পারবে। নতুন একাডেমিক ভবনে অত্যাধুনিক শ্রেনী কক্ষ, আধুনিক ল্যাবরেটরী, লাইব্রেরী এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা অর্ন্তভুক্ত থাকবে। ফলে, মেডিকেল শিক্ষার মান আরো উন্নত হবে এবং ভবিষ্যৎ চিকিৎসকরা আন্তর্জাতিক মানের শিক্ষা লাভ করতে পারবে।
বিগত করোনা মহামারির সময়, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের সময় এবং গত জুলাইয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনার সময় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় অতিথিরা কলেজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন এবং আগামী দিনে প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।