রাজধানী উত্তরা তুরাগ মাওলানা মামুনুর রশীদ গতকাল রাত আনুমানিক ২.০০ টার দিকে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে সেন্সলেস হয়ে যান। অনেক চেষ্টার পরে কিছুটা সুস্থ হন কিন্তু কথাবার্তা খুব একটা বলতে পারেন না। এভাবে কয়েক দফা হওয়ার পরে আজ সকালে উত্তরা আধুনিক হাসপাতালে তাকে নেওয়া হয়। কর্তপক্ষ তার চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। তার পরে দুপুর ১১.৪৫ টায় কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানেও নানা তালবাহানা করে অবশেষে দুপুর ২.০০ টার দিকে ভর্তি নেয়। এখন তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত রাখছি।
পরিবারের পক্ষ মো: হাসনাইন আহমেদ ( কে এম মামুনের শ্যালক)