সোনাইমুড়ী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে রুশবাংলা কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সকালে চাটখিল বাজারের সেন্ট্রাল হসপিটালের সামনে বিতরণ কার্যক্রম করা হয়। এ সময় উপজেলার খিলপাড়া, হাটপুকুরিয়া, রামনারায়নপুর, পরকোট, মোহাম্মদপুর ও বদলকোট ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে সুবিধাভোগীদের জন্য লেবু, আমড়া, পেয়ারা, নারকেল, কাঁঠাল ও বিভিন্ন প্রকার কাঠ গাছের চারা বিতরণ করা হয়।
রুশ বাংলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান আব্দুল ওহাব লিটনের সার্বিক তত্ত্বাবধানে সংস্থার সদস্য সচিব জসীম উদ্দিনের নেতৃত্বে বিতরণ কার্যক্রমে পৌঁছেছিলেন অতি মাহফুজ মোরশেদ কাকন, আইন ও মানবাধিকার জাহাঙ্গীর আলম সোহাগ, কোষাধ্যক্ষ মোঃ সোহেল, দপ্তর সম্পাদক আহমেদ, চাটখিল পৌরসভার আহবায়ক জসিম উদ্দিন, জয়াগ ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম বাবরসহ বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে ৬ ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে গাছের চারা তুলে দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রুশ বাংলা কল্যাণ সংস্থা নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
আজ রুশ বাংলা কল্যাণ সংস্থা ফল গাছ ভিতরণ করে চাটখিল উপজেলায় ॥ পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি কে সবুজ বনায়ন করার লক্ষ্যে সংস্থাটি বৃক্ষ ভিতরণ করে জনসাধারণের মাঝে ॥এখন নিয়োমিত বিশ্ব প্রকৃতিক দূর্যোগ মোকাবেলায় সবুজ বনায়ন এর জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই রুশ বাংলা ও এই কাজে একত্বতা স্বিকার করে এই আয়োজন করেছে ॥আসুন পরিবেশ রক্ষায় সবাই একটি করে গাছ লাগাই প্রকৃতিক দূর্যোগ মোকাবেলায় সবাই এগিয়ে আসি ॥