সংবাদ শিরোনাম
উত্তরার আব্দুল্লাহপু‌রে লি‌জকৃত জ‌মি অ‌বৈধ দখলদারমুক্ত কর‌তে জরুরী সংবাদ স‌ম্মেলন উত্তরা মাদককারবারি উচ্ছেদ করব,কামারপাড়ায় মোস্তফা জামানের কঠোর হুঁশিয়ারি তুরাগে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট -এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রুশ বাংলা কল্যাণ সংস্থার আয়োজনে (হৃদমিক এ্যাওয়ার্ড-২০২৫) উত্তরায় চু/রি যাওয়া ১ কোটি টাকা উদ্ধার! উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।  উত্তরায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সঙ্গে বিএনপির মতবিনিময় চাঁদাবাজ ও নব্যবিএনপি কর্মীদের তুরাগ থানা শ্রমিক দলে জায়গা হবে না। ‎ রূপনগরে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত-৯, দগ্ধরা হাসপাতালে ভর্তি  মাধবপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্যের শিকার হচ্ছে অভিযোগ এনসিপি নেত্রীর। 

রাজবাড়ীতে ৭ জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান 

admin / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা 

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৭ জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জানা গেছে, গুণী শিক্ষক হিসেবে কলেজ ক্যাটাগরিতে সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (গণিত) অদ্বৈত কুমার দাস, মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. ওলিউল আজম, মাদরাসা (আলিম/ফাজিল/কামিল) ক্যাটাগরিতে ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ ফয়েজুর রহমান, মাদরাসা (দাখিল) ক্যাটাগরিতে পাংশা উপজেলার নাদুরিয়া সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল হাই, মাদরাসা (এবতেদায়ি) ক্যাটাগরিতে শ্রিপুর লজ্জাতুননেছা কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান (আরবি) মোস্তফা কামাল, প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও কাজীবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম মেরীকে এই সম্মানন স্মারক প্রদান করা হয়।

এর আগে ‘শিক্ষাগত পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ‘শিক্ষাগত পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য,সরকারি আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনসারী, সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি গাজী আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিক্ষক শুধু পাঠদান করেন না বরং শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান। আমাদের আজ এই পর্যন্ত আসতে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে। তাই তাদের কাজকে মূল্যায়ন ও মর্যাদা দেওয়ার জন্য এই দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

এ সময় জেলা প্রশাসক শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।

আলোচনা সভায় শিক্ষকরা বলেন, শিক্ষক সমাজ ও জাতি গঠনের মূল চালিকা শক্তি। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া সমাজের দায়িত্ব। কিন্তু সেদিক থেকে শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে না। শিক্ষকরা আজও অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষকদের অধিকার ও মর্যাদ নিশ্চিত করতে হবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে হবে পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তাটাও দিতে হবে। এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে জেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসার প্রায় শতাধিক শিক্ষক সমাবেশে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category